ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাহি-শিবলীর ‘মন দেব মন নেব’ আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:০৫, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

টিভি মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করছেন নির্মাতা রবিন খান। এবার এই গণ্ডির বাইরে এসে বড়পর্দার দর্শকের জন্য একটি নতুন ছবি উপহার দিতে যাচ্ছেন। তার পরিচালিত প্রথম এই সিনেমার নাম ‘মন দেব মন নেব’। সিনেমাতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও শিবলী নওমান। এরইমধ্যে সিনেমার ডাবিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানালেন নির্মাতা রবিন খান।

তিনি বলেন, এ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ হয়েছে।

বর্তমানে কালার কারেকশনের কাজ চলছে। সামনে সিনেমাটি সেন্সরে জমা দেবার পরিকল্পনা করেছি। আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে।

শিবলী বলেন, এমন একটি ভালো সিনেমাতে কাজ করার জন্য অপেক্ষায় ছিলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে।

মাহি বলেন, রোমান্টিক দৃশ্যের বাহিরেও বেশকিছু অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমাতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবরী, সুব্রত, মারুফ, চৈতী, গাজী রাকায়েত, বড়দা মিঠু, আমীর সিরাজী, সমাপ্তিসহ অনেকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি