ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে নৌবাহিনীর সদস্যসহ নিহত ৩, আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মার্চেন্ট নেভী সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত মার্চেন্ট নেভী সদস্য নাফিজ আহমেদ অয়নের বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়৷ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি৷ নিহতদের মধ্যে একজন নেভী তরুণ কর্মকর্তা ছিল৷ বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি৷’

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়৷ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়৷ মূলত নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়৷ নিহত আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে৷ বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে৷

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি