ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মানসি চিল্লার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩০, ১৯ নভেম্বর ২০১৭

ভারতের মানসি চিল্লারের মাথায় উঠলো মিস ওয়ার্ল্ড ২০১৭ এর মুকুট। ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠীত হয় চীনের সানাইয়া সিটি এরেনায়। সেখানে মানসির মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী ভারতের স্টেফানি দেল ভালে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসি চিল্লার বলেন, ‘আমি সবসময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু আমার জীবনে এতবড় সাফল্য আসবে ভাবিনি। মনে হচ্ছে আমার জন্ম স্বার্থক হয়েছে।’

মানসি চিল্লার একজন মেডিকেলের ছাত্রী। তার বয়স ২০ বছর। তারা মা বাবা দুজনেই পেশায় চিকিৎসক। মানসি ভারতের হরিয়ানা রাজ্যেরর মেয়ে।

এর আগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় শিরোপা জিতেছিলেন এ সুন্দরী। আর এবার হলেন বিশ্বসুন্দরী। মানসি চিল্লারসহ এ পর্যন্ত ৫ জন ভারতীয় বিশ্ব সুন্দরী হওয়ার গৌরব অর্জন করলেন। 

বিশ্বের প্রায় ১২১টি দেশের সুন্দরীরা এবারের চূড়ান্ত তালিকায় এসে পৌঁছে। সেখান থেকে এক এক করে সেরা ৪০। এরপর সেরা পাঁচ হয়ে মিস ওয়ার্ল্ড হলেন মানসি।

এছাড়া ১ম রানার আপ ইংল্যান্ডের স্টেফিন হিল এবং ২য় রানার আপ হয়েছেন ম্যাক্সিকোর আন্দ্রে মেজা।

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি