ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ১৯ এপ্রিল ২০২১

মিসরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। দেশটির রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এক মাসেরও কম সময়ে মিশরে এটি তৃতীয় ট্রেন দুর্ঘটনা।

রোববার (১৮ এপ্রিল) মিসরে এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স ও সিএনএন।

মিসরের রেল বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেঘেদ স্থানীয় একটি টিভি স্টেশনকে বলেছেন, গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজন সংখ্যালঘু ছিল। 


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দুর্ঘটনাকবলিত ও আহত যাত্রীদের রেল লাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তাদের গোঙ্গানির শব্দও শোনা যায়।

এদিকে, মিসরে গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত মার্চে দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন। চলতি মাসেই কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী মিনিয়া আল-কামহ শহরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

পরপর একাধিক দুর্ঘটনার জেরে মিসরের পরিবহনমন্ত্রী কামেল এল-ওয়াজিরের পদত্যাগের দাবি উঠেছে দেশটিতে। অবশ্য তিনি সেই দাবি প্রত্যাখান করেছেন এবং মিসরের রেল নেটওয়ার্ক উন্নয়নে কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি