ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘মিয়ানমার প্রস্তুত, এখন রোহিঙ্গাদেরই সিদ্ধান্ত নিতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২৯ জুলাই ২০১৯

মিয়ানমার প্রস্তুত, এখন রোহিঙ্গাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশে ফিরবেন কিনা বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব মিন থোয়ে। 

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত সচিব পর্যায়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিন থোয়ে বলেন, আমরা প্রস্তুত আছি এখন ফিরে যাবার উপযুক্ত সময়, তবে রোহিঙ্গাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশে ফিরবেন কিনা। 

এদিকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান বলেন, রোহিঙ্গারা নাগরিকত্ব চায়, নির্বিঘ্নে চলাচল করতে চায় এবং তারা অর্থনৈতিক স্বাধীনতা চায়। 

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা ভালো হয়েছে, কিন্তু তাদেরকে আরও আস্থা সৃষ্টি করতে হবে। 

ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার তালিকা নতুন করে হস্তান্তর করেছে বাংলাদেশ বলেও জানান কামরুল আহসান।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি