মিয়ানমারে রেহাই পাচ্ছে না রোহিঙ্গা শিশুরাও
প্রকাশিত : ১৪:৩৬, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ১৭ মার্চ ২০১৭
মিয়ানমারে আইনশৃংখলা বাহিনীর হাত থেকে রেহাই পাচ্ছে না রোহিঙ্গা শিশুরাও। চলছে আটক, নির্যাতনও। সম্প্রতি সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়, গত অক্টোবরের পর ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা কম নয়। এদিকে, জাতিসংঘকে জরুরী ভিত্তিতে মিয়ানমারে স্বাধীন তদন্ত টিম পাঠানোর তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
রাখাইন রাজ্যের এসব রোহিঙ্গা শিশুদের জীবন এখনও হুমকির মুখে। রোহিঙ্গা হওয়ার অপরাধে আটক করা হচ্ছে তাদের।
সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, গেল অক্টোবরের পর থেকে পুলিশী অভিযানে আটক করা হয়েছে ৪ শতাধিক রোহিঙ্গাকে। এরমধ্যে অপ্রাপ্তবয়স্কর সংখ্যা কমপক্ষে ১৩। রয়েছে ১০ বছরের শিশুও। বর্তমানে এদের বুতিদং ক্যাম্পে রাখা হয়েছে। তবে শিশুদের সুরক্ষা কতোখানি নিশ্চিত হয়েছে তা নিয়ে শংকা রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না তাদের।
পুলিশ বলছে, হামলার ঘটনায় এসব শিশুদের সংশ্লিষ্টতা রয়েছে। জিজ্ঞাসাবাদে নির্যাতনের অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে তারা।
জাতিসংঘের তথ্য মতে, প্রায় সাড়ে ৫শ’ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরমধ্যে ৮ জন পুলিশী হেফাজতে মারা গেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, রোহিঙ্গাদের নির্মূল করতেই অবৈধ আইনে আটক ও নির্যাতন চালানো হচ্ছে।
এদিকে মিয়ানমারে জাতিসংঘকে স্বাধীন তদন্ত টিম পাঠানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গা সমস্যা নিরসনে ২৩ মার্চ ভোটাভুটি করবে ইইউ’র ৪৭ দেশ।
আরও পড়ুন