ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মীরের একাকিত্ব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

একটা সময় তার পরিবার ছিল। খুব সুখেই দিন কাটাতেন তিনি। হঠাৎ কোন এক কারণে জীবনে অন্ধকার নেমে আসে। তার সব কিছু এলোমেলা হয়ে যায়। চারিদিকে শুধু একাকিত্বের ঘন মেঘ জমতে থাকে। এমনই একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দোহা’। যাতে অভিনয় করেছেন মীরাক্কেলের মীর।

একটি মানুষের স্বচ্ছল জীবন থেকে একাকিত্বে আসা। সেই একাকিত্ব তাঁকে কীভাবে কুঁড়ে কুঁড়ে খায়, সে চিত্রই ফুটে উঠবে ‘দোহা’ নামক ওই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে৷

মীর এর আগেও বেশ কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছেন। কিন্তু এ ফিল্মটি তাঁর কাছে একেবারেই নতুন। মীর যে চরিত্রে অভিনয় করছেন সেই ব্যক্তিটি একেবারেই একা থাকায় অভ্যস্ত নন। কিন্তু বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আর সেই এক একটা দিন কীভাবে কাটে সেটিই দেখা যাবে চলচ্চিত্রটিতে।

গল্পে দেখা যাবে- মাঝে মধ্যে সে তাঁর ছায়ার সঙ্গে সময় কাটায়, কথা বলে, ঝগরাও করে।

সিনেমাটিতে কাজ করার পর নিজের অভিজ্ঞতার বিষয় মীর জানান, ‘স্ক্রিপ্টটা পড়ার পর আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। কারণ সিনেমাটা জুড়ে কেবল আমি। আমিই অভিনয় করে যাচ্ছি। আর কোন অভিনেতা-অভিনেত্রী নেই। খানিকটা ওয়ান-অ্যাক্ট প্লের মত। এর পেছনে মূল ধারণা হল, প্রত্যেকটি মানুষ যতই নিজেকে খুশি দেখাক, বাস্তবে প্রত্যেকে একা।’

তিনি আরও বলেন, একমাত্র নিজের প্রতিবিম্বই কখনও নিজের পিছু ছাড়ে না। সবসময়ে সঙ্গে সঙ্গে থাকে। নিজের ছায়ার সঙ্গে আনন্দ-দুঃখ সব ভাগ করে নেওয়াই এ চলচ্চিত্রের মূল গল্প।’

খুব শীঘ্রই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি