ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মুক্তি পেল অরিজিৎ সিংয়ের লেখা ও সুর করা প্রথম গান ‘রিহা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ৪ অক্টোবর ২০২০

অরিজিৎ সিংয়ের ভক্তদের জন্য সুখবর। মুক্তি পেল অরিজিৎ সিংয়ের নিজের লেখা ও সুরকরা প্রথম গান। নাম 'রিহা'। যে গানটির স্টোরি ও কনসেপ্ট অরিজিতের স্ত্রী কোয়েল সিংয়ের। এমনকি এই মিউজিক ভিডিয়োটির পরিচালকও কোয়েল।

'রিহা' অর্থ মুক্তি। অরিজিতের নিজের লেখা ও সুরকরা গানটির ভিডিয়ো অ্যানিমেটেড। যেখানে একটি শিশুকে বাড়ির জানালা দিয়ে পাখা মেলে প্রজাপতি কিংবা ঘুড়ির মত উড়ে যেতে দেখা যাচ্ছে। লকডাউনে ছোট ছোট শিশুদের বাড়িতে আটকে দমবন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। এখনও তাঁরা যে আগের মতোই স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছে তেমনটা নয়। খুব স্বাভাবিকভাবে, তাঁদের এই বন্দী জীবন ভালো লাগছে না। 

একটানা কম্পিউটারের উপর চোখ রেখে আর কতক্ষণ ভালো লাগে? মন যে দৌড়ে বেড়াতে চায়। বাড়িতে বন্দি থাকলেও কল্পনায় ভর দিয়ে তাঁদের মন ছুটে বেড়ায়, তাতে তো কোনও বাধা নেই! সে কথা মাথায় রেখেই গান লিখে ফেলেছেন অরিজিৎ, যার সুরও দিয়েছেন নিজেই। নাম 'রিহা'। 

আগে বহু হিন্দি, বাংলা ছবিতে অরিজিৎ সিংয়ের গান শ্রোতাদের মন জিতে নিয়েছে। তবে এবার গায়ক অরিজিতের পাশাপাশি গীতিকার ও সুরকার অরিজিতকেও পেলেন তাঁর অনুরাগীরা।

 

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি