ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

মুক্তির আকাঙ্খায় ১৯৭১ সালের এ’দিনও মিছিল সমাবেশে উত্তাল ছিলো ঢাকা

প্রকাশিত : ১০:০১, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০১, ১৪ মার্চ ২০১৭

মুক্তির আকাঙ্খায় ১৯৭১ সালের এ’দিনও মিছিল সমাবেশে উত্তাল ছিলো ঢাকা। পূর্ব পাকিস্তান থেকে সম্পদ পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীন ও জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখারও আহবান জানান তিনি। এদিন, বঙ্গবন্ধুর সাথে বৈঠক করেন পশ্চিম পাকিস্তানের অন্যতম নেতা ন্যাপ প্রধান আব্দুল ওয়ালী খান। মার্চের প্রথম সপ্তাহেই পাকিস্তানের ভাঙনের বিষয়টি অনুধাবন করতে থাকেন পশ্চিম পাকিস্তানের নেতারা। পরিস্থিতি সামাল দেয়ার লক্ষে, এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠকে করতে ঢাকায় আসেন পশ্চিম পাকিস্তানের অন্যতম নেতা, ন্যাপ প্রধান আব্দুল ওয়ালী খান। বৈঠকে বঙ্গবন্ধুকে পাকিস্তানের ভবিষ্যত প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন ওয়ালী খান। এই দিনে বঙ্গবন্ধু জারি করেন ৩৫ দফা নির্দেশনামা। মুক্তির জন্য অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান বাঙালি অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। উত্তাল মার্চের এই দিনে স্বাধীনতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে, বিমান শ্রমিক এবং বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক কর্মকর্তা-কর্মচারিরা। রাজপথে নেমে আসেন পূর্ব পাকিস্তানের সাংবাদিকরাও। কার্যত পূর্ব পাকিস্তান চলতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। সময় যতো এগুতে থাকে, ততই বেগবান হয় বাঙালীর মুক্তির আন্দোলন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি