ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মুজিববর্ষ’ উপলক্ষে রাজধানীতে ৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২০

‘মুজিববর্ষ’ উপলক্ষে ৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো রাজধানীর একটি বেসরকারি স্কুল

‘মুজিববর্ষ’ উপলক্ষে ৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো রাজধানীর একটি বেসরকারি স্কুল

Ekushey Television Ltd.

‘মুজিববর্ষ’ উপলক্ষে ৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো রাজধানীর একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল নামের ওই প্রতিষ্ঠানটির তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।  

বিদ্যিালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। তিনি বলেন, ‘মুজিববর্ষের একটা অংশ হতে পেরে আমরা গর্বিত। কেননা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে কোনোদিন বাংলাদেশ হতো না।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬০ জন মুক্তিযোদ্ধা, ১ হাজার ৪০০ শিক্ষার্থী, পাঁচ হাজারের বেশি অতিথিবৃন্দ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি