ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ১৩:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনাঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫)এবং চালক আবদুল্লাহ সরকার (৩৫)।

আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। ভবেরচর পুলিশ হাইওয়ে পরিদর্শক (ট্রাফিক) জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত হন।

জহিরুল ইসলাম বলেন,‘প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত ও একজন আহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি