ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মৃত্যুর আগে একটি কাজ অবশ্যই করে যেতে চান শ্রীলেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মৃত্যু ধ্রুব সত্য। সময়ের দাবি মেনে তা যথাসময়ে এসে হাজির হবে সামনে। তবে তার আগে একটি কাজ অবশ্যই করে যেতে যান শ্রীলেখা মিত্র। কী সেই কাজ? জানিয়েছেন ফেসবুক পোস্টে। 

রোববার নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, “অনেক টাকা চাই বুঝলে, না অডি বা মার্সিডিস কিনব না একটা জমি কিনে শেল্টার বানাবো উদ্ধার করা পথকুকুরদের জন্য। ভগবান একটু অসৎ বানাতে পারলে এতদিনে হয়ে যেত। সৎ পথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা করতেই হবে আমাকে।”

সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মাধ্যমে নেটিজেনদের নজর কেড়ে নেন শ্রীলেখা। কখনও দেশের পরিস্থিতি, কখনও রাজ্য রাজনীতি নিয়েও তাকে গুরুগম্ভীর পোস্ট দিতে দেখা গিয়েছে। কখনও আবার হালকা মেজাজেই ছবি-ভিডিও পোস্ট করেন। মনের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। পোষা প্রাণী নিয়েও একাধিকবার মতামত ব্যক্ত করেছেন অভিনেত্রী।

চারপেয়েদের নিজের সন্তানতুল্য মনে করেন তিনি। বাড়ির পোষ্যদের পাশাপাশি রাস্তার প্রাণীদেরও খেয়াল রাখেন। এদের উপর কোনও অত্যাচার বরদাস্ত করেন না অভিনেত্রী।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি