ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ভূমিকম্প আঘাত হানার পর নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০ এ । ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে স্বল্প উচ্চতার সুনামি হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট অক্সাকাতে ৪৫ জন,সাইপাসে ১২জন,টেবেসকোতে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভূমিকম্পে অন্তত ২০০ জন লোকের আহত হয়েছেন। ১৯৮৫ সালের পর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থা। ১৯৮৫ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল ১০ হাজার মানুষ। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু আগে রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প মেক্সিকোতে আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।রাজধানী মেক্সিকো সিটিতে তীব্র ভূকম্পন অনুভূত হয়। শহরের ভবনগুলো কেঁপে ওঠে। লোকজন ভয়ে রাস্তায় নেমে আসে। মেক্সিকোর রাজধানীতে কিছু জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে গেছে।

ভূমিকম্পের পর মেক্সিকো ছাড়াও গুয়াতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর পিজিজিয়াপান শহর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।সূত্র:বিবিসি ও রয়টার্স।

//এম//এআর

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি