ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩১, ১ মে ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং ও টেক্সটাইলে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধদের পরিচয় এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্যাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর চেষ্টায় আধা ঘন্টায় মধ্যে গ্যাসের বাল্প বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি জানান, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণ থেকে। এই ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে জানানো যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি