মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
প্রকাশিত : ১৮:২২, ১ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:২৪, ১ জুলাই ২০১৮

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মেক্সিকো সময় আজ রোববার সকাল ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) শুরু হয় এই ভোটাভুটি। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১২৮ জন সিনেটর এবং রাজ্যগুলোতে ৫০০ জন ডেপুটি নির্বাচন করবে মেক্সিকানরা।
স্থানীয় সময় আজ সকাল ৭টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। প্রায় সাড়ে তিন হাজার ভোট কেন্দ্রে প্রায় সাড়ে আট কোটি মেক্সিকান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গত বছরের সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত চলমান ব্যাপক সহিংসতার মধ্যে দিয়েই অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোর এবারের নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় দেশটিতে ১৩০ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে নির্বাচনে প্রার্থী ছিলেন এমন ব্যক্তিও আছেন। গতকাল শনিবার মেক্সিকোর একটি বারে নিহত হন নির্বাচন সংক্রান্ত সংবাদ প্রকাশ করেন এমন একজন সাংবাদিক। বিগত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচনেই এমন সহিংসতা দেখছে মেক্সিকো।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বর্তমান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ছাড়াও আছেন আরও তিন প্রতিদ্বন্দ্বী। ন্যাশনাল রিজেনারেশন মুভমেন্ট (মরেনা) দলের হয়ে লড়ছেন দলটির প্রতিষ্ঠাতা আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অবরাডর। আগের দুই প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান পেয়েছিলেন “অ্যামলো” নামে বেশি পরিচিত হওয়া লোপেজ।
ন্যাশনাল অ্যাকশন পার্টির হয়ে (পিএনএন) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন রিকার্ডো আনায়া। আর পিআরআই দলের হয়ে নির্বাচনের শেষ প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জোসে অ্যান্টেনিও মিয়াদে। তবে লোপেজ অবরাডরকেই ‘ফেভারিট’ মানছেন বেশিরভাগ মেক্সিকান।
নির্বাচনী এক জরিপে দেখা গেছে যে, বেশিরভাগ মেক্সিকানই বর্তমান প্রেসিডেন্ট এনরিকের প্রতি ক্ষুব্ধ। দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং সীমাহীন দুর্নীতির কারণে জনপ্রিয়তা ব্যাপকহারে হ্রাস পেয়েছে এনরিকের। এনরিকের চলতি শাসনামলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জরিপে বিশ্বের দুর্নীতিপ্রবণ দেশের তালিকায় অবনতি হয়েছে মেক্সিকোর। ১৩৮ অবস্থান থেকে দেশটির বর্তমানে অবস্থান ১৮০-তে।
এছাড়া মেক্সিকোর তেল বাণিজ্যেও ব্যাপক ধ্বস নামে এই সময়ে। ব্যারেল প্রতি মেক্সিকোর তেলের দাম এতটাই কমে যায় যে, ডলারের বিপরীতে মেক্সিকোর মুদ্রা পেসো’র নাম অনেকখানি পড়ে যায়।
আগামীকাল সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।
সূত্রঃ আল-জাজিরা, বিবিসি
//এস এইচ এস// এআর
আরও পড়ুন