ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মেক্সিকোর সাগরপাড়ে অন্য রকম এক তানজিন তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ২৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। নিউ ইয়র্ক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন। যা ভক্তদের মধ্যে রীতিমতো সাড়া দিয়েছেন তিনি। এরপর পাশের দেশ মেক্সিকো সমুদ্র সৈকত থেকে আকর্ষণীয় ভঙ্গিতে ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ কপালে তুলে দিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই ছিলেন তিশা। তবে মঙ্গলবার পোস্ট করা ছবিগুলো পাশের দেশ মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকতে তোলা।

অবশ্য কার সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছেন সে সম্পর্কে জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী। শুটিং সংক্রান্ত কোনো কাজে গিয়েছেন নাকি শুধুই অবকাশ সেটাও উল্লেখ করেননি তিনি। 

ছবির ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘হেই মাই লাভ।’ নেটিজেনরা এই ক্যাপশন ধরেই প্রশ্ন তুলেছেন কার সঙ্গে সমুদ্রপাড়ে গেছেন তিনি। অবশ্য ছবিতে ভালোবাসার ইমোজি যুক্ত করতে কেউ ভুলছেন না।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি