ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

মেঘনায় ভেসে উঠল দুই মরদেহ

প্রকাশিত : ১৬:৪৬, ২০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

আজ রোববার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার অদূরে চাঁদপুরের ষাটনল এলাকায় ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে গজারিয়া লঞ্চঘাটের কাছে অন্য একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ দুটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকদের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উপসহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।মোস্তফা মহসিন আরো জানান, মেঘনায় ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ দুটি উদ্ধার করে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি