ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মেয়ের গর্ভপাত করাতে আদালতের দ্বারস্থ বাবা-মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের মুম্বাই শহরে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাবা-মা তাদের মেয়ের গর্ভপাতের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। ১৩ বছর বয়সী সে কিশোরী এখন ৩০ সপ্তাহের গর্ভবতী। ভারতের আইন অনুযায়ী ২০ সপ্তাহের গর্ভবতী পর্যন্ত গর্ভপাত করাতে পারে। তবে সেক্ষেত্রে যদি অন্ত:সত্ত্বার জীবন হুমকির মুখে না থাকে তাহলে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়।


মেয়ে হঠাৎ মুটিয়ে যাওয়ায় কিশোরীর বাবা-মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানতে পারেনে সে সন্তান সম্ভবা। তার বাবার বন্ধুর দ্বারা সে ধর্ষণের শিকার হয়েছিল বলে সে কিশোরীর অভিযোগ।


মেয়ের গর্ভবতী হবার বিষয়টি তার বাবা-মা আগে থেকে বুঝতেই পারেননি। তার বাবা-মা প্রথমে ধারণা করেছিল তাদের মেয়ে হয়তো থাইরয়েড সমস্যায় আক্রান্ত। কারণ মেয়েটির ওজন বেড়ে যাচ্ছিল।


মেয়েটির শারীরিক অবস্থা যাচাই-বাছাই করে ডাক্তার গর্ভপাতের জন্য পরামর্শ দিয়েছেন। কারণ ডাক্তার মনে করেছে তার গর্ভাবস্থা আরো দীর্ঘায়িত হলে মেয়েটির জীবন হুমকির মুখে পড়তে পারে।


এর আগে ভারতের উত্তরাঞ্চলীয় জেলা চণ্ডীগড়ে ১০ বছর বয়সী এক কিশোরীর ধর্ষণ এবং সন্তান জন্মদানের ঘটনা প্রকাশিত হবার কয়েক দিনের মাথায় ১৩ বছর বয়সী আরেক কিশোরী ধর্ষণ ও গর্ভবতী হবার খবর এসেছে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি