ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

মেহেরপুরে ৪ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:৫২, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:৫২, ১৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মেহেরপুরের নুরপুর মোড় থেকে ৪ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মাঝরাতে রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রথমে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের গুজব ছড়িয়ে পড়লেও তার সত্যতা নিশ্চিত করেনি কেউ। কি কারণে কারা তাদের হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। নিহতরা হলেন, সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন, রমেশ, সোহাগ ও কানন। তারা একই গ্রামের জোড়া খুনের মামলার আসামী বলেও ধারনা করছে এলাকাবাসি।  আজ মরদেহের ময়নাতদন্ত হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি