ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

মেহেরপুরে ৫৫টি প্লান্টের ৫২টি অকেজো (ভিডিও)

রত্না জামান

প্রকাশিত : ১৫:২২, ২৫ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

মেহেরপুরে সুপেয় পানির ৫৫টি প্লান্টের মধ্যে ৫২টিই অকেজো । ফলে বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছে এলাকাবাসী। অনেকেই আক্রান্ত হচ্ছেন আর্সেনিকে।

মেহেরপুরের ৩ উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষ আর্সেনিকে আক্রান্ত। সুপেয় পানির অভাবে দিন দিন এলাকায় বাড়ছে রোগীর সংখ্যা। 

২০১৫-২০১৬ সালে সুপেয় পানির জন্য বেসরকারী সংস্থা সেভ দ্যা চিলড্রেন ৫২ টি আর সরকারীভাবে ৩টি প্লান্ট নির্মাণ করা হয়। তবে সংস্থাটির কার্যক্রম ২০১৮ সালে গুটিয়ে নেয়ায় প্লান্টগুলো রক্ষনাবেক্ষনের অভাবে অকেজো হয়ে পরে। চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ। তাই বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছে স্থানীয়রা।

আর্সেনিক আক্রান্তদের চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরী বলছেন চিকিৎসক। 

প্লান্টগুলো চালুর আশ্বাস দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 

শুধু আশ্বাস নয়, দ্রুত আর্সেনিক থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি