ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

মোংলায় সকাল থেকে সূর্যের দেখা নেই, হচ্ছে বৃষ্টি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ২৩ অক্টোবর ২০২২

পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে। এর ফলে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (২৩ অক্টোবর) সকালে সাড়ে ১০টায় আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন এই তথ্য জানান।

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মোংলার আকাশে সূর্য দেখা যাচ্ছেনা। ভোর থেকে গুরি গুরি বৃষ্টি হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন,  আজ রাতে হালকা ও কাল (২৪ অক্টোবর) ও পরশু (২৫ অক্টোবর) মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর  শক্তি কমে পরিবেশ স্বাভাবিক হবে। এছাড়া নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, এই মুহূর্তে সার, কয়লা, গ্যাস ও সিমেন্টর কাঁচামাল ক্লিংকারসহ বন্দরে ১৩টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজে স্বাভাবিক নিয়মেই কাজ চলছে। 

তবে দুর্যোগ বাড়লে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি