ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

মোদির সঙ্গে দেখা করলেন তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২৬ মার্চ ২০২১ | আপডেট: ১৯:০৪, ২৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে সফররত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন একঝাঁক তারকা।

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, নির্মাতা রেদোওয়ান রনি, নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম, চিরকুট ব্র্যান্ডের শারমিন সুলতানা সুমি, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোরভি রাকশান্দ ধ্রুব, ইয়ুথ অপরচুনিটিস’র সহ-প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর ছিলেন এই তারকাদের দলে। 

তাদের সেই সাক্ষাতের ছবি টুইটারে শেয়ার করা হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাকাউন্ট থেকে থেকে।

সাক্ষাৎ শেষে সাকিব ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সত্যি সম্মানিত। আমি মনে করি এই সফর দু’দেশের জন্য ফলপ্রসূ হবে।

আরও বলেন, ভারতকে অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমি আশা করি ভবিষ্যতেও তিনি ভারতকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমাত্রিক এবং তা দিনে দিনে প্রসারিত হচ্ছে। সম্পর্কের এই যাত্রা অনেক দীর্ঘ হবে বলে আমি আশাবাদী।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ গ্রহণে দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদি এখানে পৌঁছানোর পর তাকে জাকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এরপর বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রীয় আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে শামিল হয়েছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি