ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মোদী দুর্বল: প্রিয়াঙ্কা

প্রকাশিত : ১০:৫৯, ২০ এপ্রিল ২০১৯

রাহুল গান্ধী আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভীতু’ বলেছিলেন। এবার মোদীকে ‘দুর্বল প্রধানমন্ত্রী’ বলে আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তার যুক্তি, প্রধানমন্ত্রী তার সমালোচনা সহ্য করতে পারেন না। মোদীকে ৫৬ ইঞ্চি ছাতি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সনিয়া-কন্যা।

কানপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীপ্রকাশ জায়সবালের সমর্থনে আজ রোড শো করেন প্রিয়ঙ্কা। প্রায় পাঁচ কিলোমিটার রোড শো-এ ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, তরুণদের উপস্থিতি ছিল নজরকাড়া।

কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশকে পাশে বসিয়ে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে কখনও হাত নাড়তে, কখনও জোড়হাতে নমস্কার করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। কানপুরের কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে কার্যত তুলোধোনা করেন তিনি।

প্রিয়াঙ্কার কথায়, ‘‘এক জন প্রকৃত রাজনীতিক কখনও মানুষের কণ্ঠস্বরকে ভয় পায় না। তিনি কখনও ওই কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে চান না। এই সরকার দুর্বল। প্রধানমন্ত্রীও দুর্বলচিত্তের। তার কোনও মনের জোর নেই।’’

প্রিয়ঙ্কার তির্যক মন্তব্য, ‘‘গত লোকসভা নির্বাচনে উনি ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন। কারণ, উনি ভীতু। উনি গণতন্ত্রকে দুর্বল করতে চান।’’

সমালোচনা সহ্য করাও যে রাজনীতিকদের একটা গুণ তা-ও আজ মনে করিয়ে দেন প্রিয়াঙ্কা। মোদীর সঙ্গে রাহুলের ফারাক বোঝাতে বলেন, ‘‘এক জনকে দেখুন, যাঁর সমালোচনা সহ্যের ক্ষমতা নেই। আর এক জনকে প্রতিদিন অপমান করা হচ্ছে। বিজেপি তার বাবা-মা-ঠাকুরমার নাম করে অপমান করছে। তিনি হাসিমুখে তা সহ্য করেন। একেই বলে মনের জোর।’’

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি