ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

“মোরা”র প্রভাবে আগামী ১২ ঘন্টা বৈরি আবহাওয়া অব্যাহত থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৩:৪৫, ৩০ মে ২০১৭

Ekushey Television Ltd.

প্রলয়ংকারী ঘুর্ণিঝড় মোরার প্রভাবে আগামী ১২ ঘন্টা সারাদেশে বৈরি আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্যা জানান পরিচালক শামসুদ্দিন আহমেদ। এ সময়ের মধ্যে দূর্বল হয়ে ঘূর্ণিঝড়টি নি¤œচাপে পরিনত হয়ে শেষ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। আগামী ৬ঘন্টা পর মহাবিপদ সংকেত নামিয়ে দেয়ার কথাও বলেন তিনি।এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় ঘূার্ণঝড়টি কক্সবাজার এলাকা অতিক্রম করেছে এখানে ঘন্টায়১৩৫ কিলোমিটার বেগে বয়ে যায়। টেকনাফ, সেন্টমার্টিন এলকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি কক্সবাজার ও চট্টগ্রামের মধ্যদিয়ে কুতুবদিয়া হয়ে অতিক্রম করেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি