ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ম্যাকস ও লরা সুদূর আমেরিকা থেকে এসেছে শুধু বাংলা ভাষা শিখতে

প্রকাশিত : ১০:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বাংলা বিশ্বের সবচে মিষ্টি ভাষা। মধুর এ ভাষা শিখতে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসছেন বিদেশীরা। বাংলা ভাষা ও সংস্কৃতি অনেক সমৃদ্ধশালী বলে মনে করেন তারা। ম্যাকস ও লরা। সুদূর আমেরিকা থেকে ওরা এসেছে শুধু বাংলা ভাষা শিখতে। নিউজিল্যান্ডের নাগরিক হেলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হেলেনের মা বাবা সহায়তা করেছিলেন মুক্তিযোদ্ধাদের। হেলেন জানান, বাংলা ভাষার নিজস্ব সৌন্দর্য্যে তিনি মুগ্ধ। এ ভাষায় রয়েছে অনন্য বৈশিষ্ট্য যা পৃথিবীর আর কোনো ভাষায় নেই। ম্যাকস, হেলেনের মত জন, ভিভিয়ান, অসলেও শিখছে বাংলা ভাষা। আমেরিকা, অষ্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইন্দোনেশিয়াসহ এ পর্যন্ত প্রায় ৫০টি দেশ থেকে ভাষা শিখতে এসেছে ভীনদেশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনষ্টিটিউশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বাংলা শেখানো হয়। তবে বছরে কতজন বিদেশী এবং দেশে কতগুলো ভাষা শেখার প্রতিষ্ঠান আছে তার কোনো পরিসংখ্যান নেই। ভাষা শিক্ষক রূপা চক্রবর্তী বলেন, ভীন দেশীরা যখন বাংলা ভাষা শিখছে তখন বাঙালিরা কথা বলতে যেয়ে ইংরেজী শব্দের ব্যবহার করছে। যা মানসিক দৈনতার বহি:প্রকাশ। ভাষার রাষ্ট্রীয় মর্যাদা অর্জনের জন্য আত্মত্যাগ করেছেন বাঙালির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদেরা। সেই মায়ের ভাষা ২০১০ সালে ইউনেস্কোর জরিপে নির্বাচিত হয় বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে। মধুরতম এ বাংলা ভাষা বাঙ্গালী-অবাঙ্গালী সবার উচ্চারণে ছড়িয়ে পড়–ক দেশ থেকে দেশান্তরে। বাংলা ভাষা আরও মাথা উচু করে দাঁড়াক বিশ্ব দরবারে-এটাই চাওয়া ভাষাপ্রেমীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি