ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

ময়মনসিংহে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ৮ মে ২০১৭ | আপডেট: ০৯:৫৪, ৮ মে ২০১৭

ময়মনসিংহে দিন দিন বেড়েই চলেছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্ত গ্রহণকারী শতকরা ১৬ শতাংশ রোগীই থ্যালেসেমিয়ায় আক্রান্ত। এদিকে, সময় মতো রক্ত সরবরাহসহ রোগীদের চিকিৎসা সেবা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা।
গৌরীপুরের গৃহবধু আফরোজা নাসরিনের ৫ সন্তানের ৩ জনই থ্যালাসেমিয়া রোগে আক্রাš।
বড় কন্যা সামিয়ার বয়স ২০, ছোট কন্যা সুমাইয়ার ১৪ আর পুত্র তাকিয়া হাসানের ১২ বছর। তিন জনকে প্রতিমাসেই একবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্ত পরিসঞ্চালন বিভাগে এনে রক্ত দিতে হয়। আর তা সংগ্রহে পোহাতে হয় নানা দুর্ভোগ।
শুধু আফরোজা নন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সব অভিভাবকরাও।
হাসপাতালের মেডিসিন বিভাগ ও সন্ধানী ক্লাবসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সরবরাহ করে থাকে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে থ্যালাসেমিয়া রোগীদের জন্য বসানো হয়েছে রক্ত পৃথকীকরণের আধুনিক যন্ত্রপাতি।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি