ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ময়মনসিংহে পুরোনো রেল লাইনের বেহাল দশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ময়মনসিংহে পুরনো রেল লাইনে নেই পর্যাপ্ত পাথর, লাইনের কাঠের স্লিপারও ভাঙ্গাচোরা। লক্কর-ঝক্কর রেল লাইনের কারণে এ বছরই আটবার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন অনেক যাত্রী। রেল লাইনের সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা।

প্রায় দু’শ বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত হয় ময়মনসিংহ জেলার ৯২ কিলোমিটার রেল লাইন। বর্তমানে বেশিরভাগ জায়গায় নেই পর্যাপ্ত পাথর; ভেঙ্গে গেছে কাঠের স্লিপারও।

মহাসড়কে যানজটের কারণে ট্রেন এখন যাত্রীদের কাছে জনপ্রিয় বাহন। কিন্তু সংস্কার না হওয়ায় চলতি বছর এ রুটে ট্রেন লাইনচ্যুত হয়েছে আটবার। এ অবস্থায় বড় রকমের দুর্ঘটনার ভয়ে থাকেন যাত্রীরা।

দীর্ঘদিন লাইনের সংস্কার না হওয়ায় উদ্বিগ্ন নাগরিক সমাজও।

ঝুঁকির কথা স্বীকার করে সংস্কারের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান রেলের এই কর্মকর্তা।

অবিলম্বে এই রেল রুটের সংস্কার কাজ শুরুর দাবি ময়মনসিংহবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি