ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৯ মে ২০১৭ | আপডেট: ১১:২০, ৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ই্উনিয়নের কানপুর গাংপাড়া গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গেল রাতে এশার নামাজ শেষে আহমদিয়া মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা। তারা পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত ঐ ইমামকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থায় অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করাে হয়েছে। ইমাম মোস্তফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি