ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ময়মনসিংহে ৩ কোচিং সেন্টার-কিন্ডারগার্টেন সিলগালা

প্রকাশিত : ১৬:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সরকারি আদেশ অমান্য করে বাইরে তালা দিয়ে গোপনে ভেতরে ক্লাস পরিচালনা করায় ময়মনসিংহে দু’টি কোচিং সেন্টার ও একটি কিন্ডারগার্টেনকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান শহরের বাউন্ডারি-নাহার রোডে এসব অভিযান পরিচালনা করেন।

জানা যায়, শহরের বাউন্ডারি রোড এলাকার নাজমুল ইংলিশ একাডেমি ও সিদ্দিক স্যারের বেসিক বাংলা এবং নাহার রোডের মাইলস্টোন কিন্ডারগার্টেনে বাইরে থেকে তালা দিয়ে ভেতরে ক্লাস চলছিল। এসময় সেখানে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়।

অভিযানকালে নাজমুল ইংলিশ একাডেমির পরিচালক নাজমুল ও সিদ্দিক স্যারের বেসিক বাংলার মালিক আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি