ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ১০:২০, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরে দু’দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ ভোরে যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
যশোর কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক নূর-উন-নবী জানান, দু’দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি করাত, ৩টি হাসুয়া, রশি ও স্যান্ডেল উদ্ধার করেছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি