ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাদের কটুক্তি ও কুরুচিপূর্ণ বিবৃতি প্রত্যাহারের দাবি

প্রকাশিত : ১৭:৩৭, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে বিএনপি নেতাদের কটুক্তি ও কুরুচিপূর্ণ বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছেন, সীতাকুন্ডু উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগ আয়োজিত সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়। একই সাথে বক্তব্য প্রত্যাহার না করলে সীতাকুন্ডে বিএনপিকে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলেও  হুশিয়ারি দেয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সীতাকুন্ড পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ রোডে এসে শেষ হয়। এসময় সংগঠনের সভাপতি মো. শাহাজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি