ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যে প্রক্রিয়ায় শিশুদের উদ্ধার করা হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের ‘থাম লুয়াং নায় নন’ গুহা থেকে এ পর্যন্ত মোট ৬ শিশুকে উদ্ধার করা বিশ্বের সবচেয় প্রশিক্ষণপ্রপ্ত ডুবুরিরা। এরইমধ্যে ৬ কিশোরকে উদ্ধার করা হয়েছে। গুহাটি খুব বিপজ্জনক হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। গুহাটির আকৃতি অনেকটা সাপের মতো। তা ছাড়া এতে রয়েছে অসংখ্য ফাটল।

থাম লুয়াং নামের এই গুহাটির কোথাও কোথাও ১০ মিটার পর্যন্ত উঁচু, কোথাও কোথাও অত্যন্ত সরু আবার কোথাও কোথাও সেটি পানিতে পূর্ণ হয়ে আছে। এরইমধ্যে অক্সিজেন সরবরাহ করতে গিয়ে এক ডুবুরি মারা গেছেন। এতেই বুঝা যায় গুহাটি থেকে তাদের উদ্ধার করা কতোটা ঝুঁকিপূর্ণ। তবে এখনও পর্যন্ত কোনো ধরণের দুর্ঘটনা ছাড়াই ছয়জনকে উদ্ধার করা হয়েছৈ।

বন্যার পানিতে নিমজ্জিত গুহার যে শুকনো উঁচু জায়গাটিতে গত দু সপ্তাহ ধরে এই দলটি আশ্রয় নিয়ে আছে তাদের উদ্ধারে ১৮ জন অভিজ্ঞ ডুবুরি কাজ করছে। একেকজন কিশোরকে দুইজন করে ডুবুরি তাদের তত্বাবধানে বের করে আনছেন। পুরো পথ পার হতে তাদের অন্তত ছয় ঘন্টা করে সময় লাগছে।

পানিতে ডুবে যাওয়া সুড়ঙ্গের ভেতর দিয়ে এদের বাইরে আনার জন্য ডুবুরিরা নানা ধরণের যন্ত্রপাতি ব্যবহার করছেন। বিশেষ করে শিশুদের সঙ্গে অক্সিজেনের বোতল দেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় ডুবুরিদের একহাতে সেটি ধরে রেখেছেন। অন্যদিকে ডুবুরিদের শরীরের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে শিশুদের (যাদের উদ্ধার করা হচ্ছে)। এভাবেই রশি বেয়ে উদ্ধার করা হচ্ছে তাদের।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি