ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রংপুর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য মেলেনিয়াম স্টারস্ স্কুল অ্যান্ড কলেজ রংপুর ক্যান্টনমেন্ট। প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক হিসেবে ইংরেজি মাধ্যমে তিন বিষয়ে তিনজন শিক্ষক  নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

সহকারী শিক্ষক হিসেবে গণিত বিষয়ে একজন, বাংলায় একজন, ইসলাম ও নৈতিক শিক্ষায় একজন নিয়োগ দেওয়া হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

শিক্ষক পদে আবেদনকারীকে অফেরতযোগ্য পাঁচশত টাকার ব্যাংক ড্রাফট অধ্যক্ষ, দি মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজ, রংপুর  বরাবরে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২কপি রঙ্গিন ছবি  ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

লিখিত পরীক্ষার জন্য ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে অত্র প্রতিষ্ঠানে দুপুর ৩ টায় উপস্থিত থাকতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.tmsscr.edu.bd দেখুন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

সূত্র: দৈনিক কালের কণ্ঠ  (১০ ফেব্রুয়ারি, ২০১৮)

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি