ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে ইর্ন্টানি ডাক্তারদের দ্বিতীয় দিনের মত ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

নিরাপত্তা নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টানি ডাক্তাররা দ্বিতীয় দিনেরমতো ধর্মঘট পালন করছে।

শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের এই কর্মসূচি শুরু হয়। এতে দুর্ভোগে পড়েছে রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, দায়িত্ব পালনের সময় প্রায়ই বহিরাগতদের হামলার শিকার হতে হচ্ছে তাদের। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদান ছাড়াও প্রতিটি ওয়ার্ডে সিকিউরিটি গার্ড নিয়োগ এবং হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প স্থাপনেরও দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি