ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

রংপুরে কৃষককে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুর উপজেলায় রায়হান মিয়া নামের (৫০) এক কৃষককে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান।

রোববার ভোরে উপজেলার রানীপুকুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই উপজেলার খোঁড়াগাছ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের রুপসি গ্রামের দুই বাড়িতে ডাকাতি শেষে ফিরছিলেন ডাকাতের দল। এ সময় রানী পুকুর তিন মাথা এলাকায় ওয়াজেদ মিয়ার স’মিল সংলগ্ন জমিতে লাগানো আদা গাছ পাহারা দিচ্ছিলেন কৃষক রায়হান। ডাকাতের দল দেখে রায়হান চিৎকার দিলে ডাকাতরা তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি