রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৫, ২২ জুলাই ২০১৮
রংপুর নগরের হাজীরহাট এলাকায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট ব্রিজ সংলগ্ন আকিজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রংপুর কোতোয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট এলাকায় বাসচাপা ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএ/
আরও পড়ুন










