ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

রংপুরে ৩৬ ঘণ্টায় শীতজনিত রোগে ১১ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৫, ১০ জানুয়ারি ২০২৬

হাসপাতালে রোগীর ভিড়

হাসপাতালে রোগীর ভিড়

Ekushey Television Ltd.

রংপুর অঞ্চলে স্মরণকালের প্রচণ্ড শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সেইসঙ্গে ঘন কুয়াশা, এর ফলে বেলা ১১টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে হয়। শৈত্যপ্রবাহের মধ্যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩৬ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।

চলতি সপ্তাহে দুটি মাঝারী আকারের শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। 

এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আর কর্মজিবী মানুষরা। 
শীতের কারণে ঘর থেকে বের হয়ে কাজে বের হতে না পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। 

অপরদিকে প্রচণ্ড শৈত্যপ্রবাহে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রনকাইটিস, শ্বাস কষ্ট সর্দ্দি কাঁশিসহ বিভিন্ন রোগ বালাই ব্যাপারভাবে ছড়িয়ে পড়েছে। গত ৩৬ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ১১ জন মারা গেছে। মৃতদের মধ্যে ৭ শিশু এবং ৪ জন বয়স্ক মানুষ রয়েছেন।

চিকিৎসকরা বলছেন, কোনভাবেই শিশুদের ঘরের বাইরে বের করা যাবেনা। গরম কাপড় বেশি বেশি পরিধান করাতে হবে।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি