ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রক্ষিত অবস্থায় পড়ে আছে ঐতিহাসিক আমতলা

প্রকাশিত : ১২:২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

অরক্ষিত অবস্থায় পড়ে আছে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঐতিহাসিক আমতলা। বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ কমপ্লেক্স এলাকার গেটটি স্থায়ীভাবে বন্ধ। গড়ে উঠেছে বিভিন্ন দোকান। চরম অযতœ অবহেলার চিহ্ন পুরো এলাকাজুড়ে। ৬৫ বছরেও স্থানটি সংরক্ষণের উদ্যোগ না নেয়ায় হতাশ ভাষা সৈনিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আমতলাতেই বায়ান্নোর ২১ ফেব্র“্রয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সভা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত আসে সেই সভা থেকেই। আমতলার এই গেট দিয়ে ১০ জনের একেকটি দলে বিভক্ত হয়ে ছাত্ররা বেরিয়ে এসেছিলো রাজপথে। ভাষা আন্দোলনের স্মৃতিবিজরিত আমতলার সেই গেট এখন পড়ে আছে অযতœ অবহেলায়। গেটের মধ্যে সেটে দেয়া হয়েছে বিভিন্ন পোস্টার, সামনের ফুটপাত জুড়ে বসেছে দোকান। গেটের ওপরে সাইনবোর্ড ছাড়া বোঝার কোনো উপায় নেই এর অস্তিত্ব। ঐতিহাসিক আমগাছটির গুঁড়ি সংরক্ষণ করা হয়েছে ডাকসু সংগ্রহশালায়। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানটি সংরক্ষণের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানালেন এই ভাষা সৈনিক। শুধু আমতলা গেট নয়, ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ বাড়ানো জরুরী বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি