ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে একসাথে কাজ করার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৮:২৩, ১৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীমহলসহ সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান।
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ আহবান জানান তিনি। সভায় রমজানে চট্টগ্রামে যানজটকে সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি মাদক ব্যবসা রোধে আইন শৃংখলা বাহিনীকে আরো কঠোর হওয়ারও নির্দেশনা দেন তিনি। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি