ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রমজানে প্রকাশ্যে খাবার খেলেই জেল-জরিমানা

প্রকাশিত : ১৫:২৭, ৫ মে ২০১৯ | আপডেট: ১৬:২৩, ৫ মে ২০১৯

আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হচ্ছে রোজা। রমজানের পবিত্রতা রক্ষাতে প্রকাশ্যে খাবার গ্রহণ বন্ধে আইন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তাতে উল্লেখ করা হয়েছে কেউ এই রমজানে প্রকাশ্যে খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোজার সময় কোনও ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।

আর আইনটি মুসলিমসহ অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে এ আইনের সমালোচনা করেছেন অন্য ধর্মাবলম্বীরা। এছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোনও দোকান কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেয়া হবে। সেই সঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেলে যেতে হবে বলে খবরে বলা হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি