ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রমজানের আগেই নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২০ মে ২০১৭ | আপডেট: ১৯:২৯, ২০ মে ২০১৭

Ekushey Television Ltd.

রমজানের আগেই নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।  না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
অবিলম্বে ওয়েজ বোর্ড ঘোষনার দাবিতে কুষ্টিয়া শহরের এন এস রোডে মানববন্ধনে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতারা সারাদেশের সাংবাদিকদের উপর হামলা-মামলারও তীব্র নিন্দা জানান। এদিকে, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। আর তাই তাদের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি