ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রমনা বটমূলে বর্ষবরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

সুস্থ্য সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে আগতরা। নতুন বছরে দেশকে এগিয়ে নিতে সম্প্রীতির বন্ধন বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এছাড়া দেশের উন্নয়নে অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ তাদের।
সূর্যদয়ের আগেই সংস্কৃতিপ্রেমি বাঙ্গালি ঐতিহাসিক রমণা বটমূলে উপস্থিত। ভোর ৬টা ১০মিনিটে সেতার- সরোদ আর তবলার লহরী দিয়ে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ।
এরপর গান করেন ছায়ানটের দলীয় শিল্পীরা। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও সহ কালজয়ী সব গান উজ্জিবিত করে দর্শক শ্রোতাদের।
এবার ছায়ানটের বর্ষবরনের ৫০ বছর পূর্তি।১৯৬৭ সালে শুরু হওয়া এই অনুষ্ঠান ছড়িয়ে পড়েছে পুরো বাংলায়। তাইতো পরিবারের সদস্যদের নিয়ে রমনা বটমূল প্রাঙ্গনে ছুটে এসেছেন নানা শ্রেনীর মানুষ।
যন্ত্র, গান ছাড়াও বর্ষবরনে ছিল কবিতা আবৃত্তিও।
আলোচনায় ছায়ানটের সভাপতি সানজিদা খাতুন দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ, ভাষকার্য সহ নানা বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। নতুন করে সাংস্কৃতিক যুদ্ধে চালিয়ে যাওয়া কথা বলেন তিনি।
মানবতা, জাগরণ সহ নানা বিষয়ের গান ছিল ছায়ানটের বর্ষবরণের আকর্ষনীয় দিক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি