ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

রহমত উল্যাহ চেয়ারম্যানের ৩০তম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ মোহাম্মদ রহমত উল্যাহর মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালে বাড়বকুণ্ড বাজার এলাকায় সন্ত্রাসীর গুলিতে নৃশংস ভাবে খুন হন তিনি ৷

শহিদ মোহাম্মদ রহমত উল্যাহ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের ১৯৮৩, ১৯৮৮ ও ১৯৯২ পর পর ৩ বার নির্বাচিত হন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল কোরান খতম ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন এবং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ ও এলাকার সাধারণ মানুষ অংশ নেয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি