ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজী, অপহরণ খুনের প্রতিবাদে ও অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের  জন্য রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিপীড়িত নির্যাতিত পার্বত্যবাসীর ব্যানারে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সন্ত্রাস বিরোধী সংগ্রাম কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না। এসময় অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, হত্যা-গুমসহ অপহরণের ঘটনাগুলোতে মানবাধিকার সংগঠনগুলো বিতর্কিত অবস্থান নিয়েছে। এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে মিছিল বের করে  জিমনেসিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি