ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাঙামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:২৮, ২৩ অক্টোবর ২০১৯

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান (মৌজা প্রধান) ও বিএনপির উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার তাইতং পাড়ার জিরোমাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর ২৬ ইসিবির মাধ্যমে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়ার এলাকায় সড়কের কাজ তদারকি শেষে তিনজনকে সঙ্গে নিয়ে দ্বীপময় তালুকদার বাড়ি ফিরছিলেন। এসময় জিরোমাইল এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাইতং পাড়ার নারাইছড়ি-হলোদিয়া এলাকায় দ্বীপময় তালুকদারের লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। 

রাজস্থলী থানার ওসি মফজল আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তি এলাকার প্রভাবশালী হওয়ায় কিছুটা উত্তেজনা রয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি