ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রাঙামাটিরতে পাহাড় ধ্বসে নিহত ৩, আহত ১

প্রকাশিত : ২০:০৫, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৫, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাঙামাটির কলেজ গেইট এলাকায় একটি বসতঘরের উপর পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে তিনজন নিহত ও মোঃ ফারুক নামে একজন আহত হয়েছে। নিহতরা হলেন বাড়ীর মালিক শামসুল আলম , নির্মাণ শ্রমিক কালু মালাকার ও মোঃ হানিফ। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার সময় কলেজ গেইট এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী-ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে মাটিচাপা থেকে দুইজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ রাঙ্গামাটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জানিয়েছেন, অসচেতনভাবে বসতঘরের পাশে পাহাড়ের মাটি কেটে দেয়াল নির্মান করার কারনে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি