রাজধানী থেকে এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্য আটক
প্রকাশিত : ১৯:৪৪, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৯, ১৫ মার্চ ২০১৭
রাজধানীর বিভিন্ন স্থান থেকে এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ব্ল্যাঙ্ক কার্ড, এমএসআরএম মেশিন, কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রপাতি। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, প্রতারক চক্রটি গোপন ট্র্যাক নম্বর হ্যাক করে, ক্লোন কার্ড বানিয়ে গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো।
ব্ল্যাঙ্ক এটিএম কার্ড, বিশেষ ধরনের সফটওয়্যার ইন্সটল আছে এমন কম্পিউটার এবং এমএসআরএম মেশিন দিয়ে, অনায়েশেই তৈরী করা যায়, এটিএম ক্লোন কার্ড। অন্যের একাউন্টে লেনদেন করা যায়, মূল কার্ডের মতই।
চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে আসে র্যাবের অভিযানে আটক ১১ জনের কাছ থেকে। কার্ডের ট্র্যাক নম্বর হ্যাক করে, গ্রাহকদের অগোচরই, টাকা সরিয়ে প্রতারণা করে আসছিল চক্রটি।
টাকা তুলতে এটিএম বুথেও যেতে হয় না তাদের। যোগসাজস আছে এমন দোকানের সোয়াপ মেশিন ব্যবহার করে পণ্য ক্রয় দেখিয়েই টাকা হাতিয়ে নেওয়া হয়। এ কৌশলে বুথের সিসি ক্যামেরা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারী এড়ানো সহজ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিদেশি জালিয়াত চক্রের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
দীর্ঘ দিন থেকে, এই চক্র প্রতিমাসে গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিলেও এ কাজে ব্যাংকের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে র্যাব।
আরও পড়ুন