ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রাজধানী থেকে জাল পাসপোর্ট ও ভিসা তৈরি চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত : ১৫:৪৬, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:৪৬, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  রাজধানী উত্তর যাত্রবাড়ি এলাকা থেকে জাল পাসপোর্ট ও জাল ভিসা তৈরি চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। চক্রের কাছ থেকে ১৪টি জাল পাসপোর্ট, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ স্ট্যাম্প টিকেট, পাসপোর্ট কভার পেইজ, সীল মোহর, জাল পাসপোর্টের পাতা উদ্ধার করা হয়। এছাড়া ৪০টি পাসপোর্ট তৈরির রেক্সিন কভার, ৩৬০টি স্টিকার পেপারও উদ্ধার করে র‌্যাব। পরে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানান, জাল পাসপোর্ট ও ভিসার জন্য তারা লোকজনের কাছ থেকে বিপুল অর্থ আদায় করত। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি