রাজধানীতে নির্মাণাধীন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একাংশের গার্ডার ছিটকে পড়ে নিহত ১
প্রকাশিত : ১৮:০৮, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৮, ১৩ মার্চ ২০১৭
রাজধানীতে নির্মাণাধীন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একাংশের গার্ডার ছিটকে পড়ে এক পথচারী নিহত ও প্রকৌশলীসহ দুজন আহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের মালিবাগ রেলগেট সংলগ্ন অংশের এই গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে ছিটকে পড়ে। রোববার রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনায় রেল লাইন ও রাস্তার বেশ কিছু অংশ ধসে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গার্ডার না আটকিয়ে অন্য একটি গার্ডার উঠানোই এর কারণ।
আহত হন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রকৌশলী ও ১ গাড়ি চালক। গুরুতর আহত স্বপন নামের এক পথচারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর স্বপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দুর্ঘটনার খবর উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে তারা।
রেল লাইনের উপর পড়ায় সকাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো।
সোমবার দুপরে র্দূঘটনাস্থলে যান মেয়র। পরির্দশন শেষে এলজিইডির তিন সদস্যের একটি তদন্তকমিটি গঠনের কথা জানান তিনি।
দুর্ঘটনার বিষয়ে কথা বলতে গেলে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
আরও পড়ুন