ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রাজধানীর অভিজাত এলাকায় ইফতারে নানা প্যাকেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ২৯ মে ২০১৭ | আপডেট: ২১:৩৯, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

রমজানে রাজধানীর অভিজাত এলাকায় হোটেলগুলোতে ইফতারে নানা প্যাকেজের পাশাপাশি সাজানো হয়েছে শত পদের ইফতার অনুষঙ্গ। ক্রেতাদেরও রয়েছে উপচে পড়া ভীড়। 

রাজধানীর অভিজাত এলাকা গুলশান কিংবা বনানীতে সারা বছরই বিদেশী ধাঁচে দেশী খাবারের ব্যবসা চলে। আর রমজানে বিশেষ আয়োজনে যুক্ত করা হয় নানান পদ।

এসব পদের নামে যেমন বৈচিত্র, তেমনি দেখতে এবং স্বাদেও আছে বৈচিত্র।

ঘরের তৈরি ইফতারীতো আছেই। যা ঘরে বানানোর সুযোগ নেই তা কিনতে দোকানেই তাই ভীড়।

পছন্দের হোটেল কিংবা রেস্তোরায় বিশেষ কোন পদ ইফতারীর গুরুত্বপূর্ন অনুষঙ্গ করে নেন অনেকেই।ব্যবসায়ীরাও রমজান মাসে বাড়তি বেচাকেনায় গুছিয়ে নেন ঈদ খরচ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি